বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে আজ শুক্রবার ঈদুল ফিতর পালিত হয়েছে। অন্তত ১২ মুসলমান অধ্যুষিত দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ও ছাড়া ঈদ পালিত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ মুসলমান সংখ্যালঘু অনেক দেশে।
আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ঈদুল ফিতরের দিন নির্ধারিত হয়। তাই এই উৎসব জানা যায় আগের দিন সন্ধ্যায়। সৌদি আরবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঘোষণায় শুক্রবার সেখানে ঈদুল ফিতরে উৎসবের কথা জানায়। একই তথ্য জানায় বাহরাইন, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, কুয়েত, লেবানন, কাতার, ফিলিস্তিন এলাকা, সিরিয়া, আরব আমিরাত ও ইয়েমেন। যুক্তরাজ্যে আজ শুক্রবার ঈদুল ফিতরের ছুটি দেওয়া হয়।
আজ যেসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হলো সেখানকার মসজিদ ও খোলা মাঠে সকালে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সৌদি আরবে ঈদ ঘোষণার পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুভেচ্ছাবার্তা পাঠান। এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা মুসলমানদের শুভেচ্ছা জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বছর মুসলমানদের বিভিন্ন প্রতিকূলতার কথা বলেন।
বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে শনিবার ঈদ হবে। অধিকাংশ মধ্যপ্রাচ্যের দেশে আজ ঈদুল ফিতর উদযাপন করা হলেও ওমান ও মরক্কোতেও শনিবার ঈদুল ফিতর হবে।