সৌদি বাদশাহ ও হামাস নেতার বৈঠক
সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠী হামাসের নেতা খালেদা মিশাল। হজ পালনের উদ্দেশে এ মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মিশাল।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের দাবির প্রতি সৌদির ইতিবাচক অবস্থানের প্রশংসা করেছেন হামাস নেতা।
সর্বশেষ চার বছর আগে হামাসের সঙ্গে বৈঠক করে সৌদি রাজপরিবার। সম্প্রতি হামাস ও সৌদি আরবের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। ২০১৩ সালে মিসরের সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর সৌদি রাজতন্ত্র এতে সমর্থন দিলে সম্পর্কের অবনতি হয়। ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী।
মুরসি ও মুসলিম ব্রাদারহুড আন্দোলনে সঙ্গে হামাসের জোরদার সম্পর্ক ছিল। এ ছাড়া হামাস ইরানেরও মিত্র। আর সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হলো ইরান।
তবে বিবিসি জানিয়েছে, পর্দার আড়ালে হামাস ও সৌদি আরবের মধ্যে যোগাযোগ রয়েছে।
২০১২ সালে সিরিয়ার দামেস্কের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার পর মিশাল কাতারে অবস্থান করছেন। প্রেসিডেন্ট বাশাল আল-আসাদের বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে হাত মেলালে তাঁকে সিরিয়া ছেড়ে চলে যেতে হয়।