দ. কোরিয়া-জাপান সীমান্তে রুশ পরমাণু বিমান!
জাপান ও দক্ষিণ কোরিয়া সীমান্তে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম বিমান পাঠিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে কতগুলো বিমান সেখানে পাঠানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।
সেখানে কেন পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম বিমানগুলো পাঠানো হয়েছে, সে বিষয়েও কিছু বলেনি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ।
রাশিয়ান বিমান যে রুটে উড়েছে, সেই রুট জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্মিলিত সামরিক বিমানগুলো পাহারা দিচ্ছিল।
এর আগে জাপান সীমানা দিয়ে যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। তার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছিল। জাপান তাদের ভূমিতে যুক্তরাষ্ট্রের পরমাণু-প্রতিরোধ ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা করছিল। এ রকম সময় রাশিয়া এমন বিমান উড়াল।