স্যামসাং : যেমন বাবা তেমন ছেলে
স্যামসাংয়ের মালিকের ছেলে লি জে ইয়ংয়ের পাঁচ বছরের জেল হয়েছে। দুর্নীতির অভিযোগ উঠবে বিষয়টি যেন উত্তরাধিকারসূত্রেই পেয়েছেন লি জে ইয়ং। দুর্নীতির অভিযোগ উঠেছিল লি জের বাবা স্যামসাংয়ের বর্তমান মালিক লি কুন –হির বিরুদ্ধেও। দুর্নীতির অভিযোগ উঠেছিল লি জের দাদা স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি বিয়ং চলের বিরুদ্ধেও!
বিশ্বে ইলেকট্রনিকসামগ্রী ও মোবাইল ফোন প্রস্তুতকারী বৃহৎ প্রতিষ্ঠান স্যামসাংয়ের মালিকের ছেলে লি জে ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। তিনি প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ শুক্রবার ওই রায় দেন আদালত। ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে জেলে যেতে হয়েছে লি জে ইয়ংকে।
ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগ উঠেছিল প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান লি কুন হিয়ের বিরুদ্ধেও। ১৯৯৬ সালে এ অভিযোগে অভিযুক্ত হন লি জে ইয়ংয়ের বাবা লি কুন। নয় বছর আগে কর ফাঁকি দেওয়ার অভিযোগেও সিউলের একটি আদালতে দোষী সাব্যস্ত হন তিনি।
লি জের দাদা লি বিয়ং চলকেও মুখোমুখি হতে হয়েছে আদালতের। ১৯৬৬ সালে নিজের একটি সার কারখানার অবৈধ চালানের ব্যাপারে দোষী সাব্যস্ত হন তিনি।
১৯৩৮ সালে তিনি স্যামসাং প্রতিষ্ঠা করেন।
ভাইস চেয়ারম্যান লি জে দক্ষিণ কোরিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পরে জাপানের কিয়েইও ইউনিভার্সিটি ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।
২০০১ সালে স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী পদে যোগ দেন লি জে। ২০১২ সালে ওই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হন। বর্তমানে বিশ্বে স্মার্ট ফোন প্রস্তুতের ক্ষেত্রে স্যামসাং শীর্ষে অবস্থান করছে।