৭১ বছরের সাজা, খুশিতে অপরাধীর হাততালি
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে হত্যার মামলার আসামিকে ৭১ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সাজা শোনার পর খুশিতে হাততালি দিতে থাকেন ক্যামেরন উইলসন (২০) নামের ওই ব্যক্তি।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম আইওএল জানায়, আদালতে ক্যামেরনের বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে পাঁচটি হত্যা, একটি ধর্ষণ ও তিনটি হত্যাচেষ্টা রয়েছে। সর্বশেষ তিনি এক নারীকে ধর্ষণ ও ৯৮ বার ছুরিকাঘাত করে হত্যা করেন বলে প্রমাণিত হয়।
রায় শোনার পর কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় আনন্দে ফেটে পড়েন ক্যামেরন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত, আমি বেঁচে থাকলাম।’
এ সময় ক্যামেরনের হামলায় আক্রান্তদের পরিবারের সদস্যরা ‘তুমি জাহান্নামে পচবে’ ও ‘খুনি’ বলে চিৎকার করতে থাকে।
লেতিকা মুর নামে এক নারীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয় আদালতে। রায়ের পর লেতিকার বাবা চার্লস বলেন, ‘আমি প্রতি রাতে আমার সন্তানের জন্য কাঁদি। সে আমার সবকিছু ছিল। সে (ক্যামেরন) আমার শক্তির উৎস কেড়ে নিয়েছে। সে (লেতিকা) আমাদের কাছে আর কোনোদিন ফিরে আসবে না।’
চার্লস আরো বলেন, ‘আমরা যেভাবে বিষয়টি অনুভব করি, তাঁকেও (ক্যামেরন) অনুভব করতে হবে। তাঁকে যেন কেউ দেখতে না পায়। তাঁর পরিবারও না। তিনি একজন সিরিয়াল কিলার।’