ঈদের তিনদিনে আরব আমিরাতের শপিং মলগুলোতে ৮০% ছাড়!
আরববিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ঈদুল আজহা উপলক্ষে এখন কেনাকাটার হিড়িক। মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব উপলক্ষে দেশটির শারজাহ নগরীর আলিশান শপিং মলগুলোর নামিদামি ব্র্যান্ডগুলো বিভিন্ন পণ্যে দিয়েছে বিশাল মূল্যছাড়।
আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে দেওয়া হবে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়। এই সুযোগ থাকবে তিনদিন। স্থানীয় সময় ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ঈদের আগের দিন রাত পর্যন্ত একেবারেই সীমিত মূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারবেন ক্রেতারা।
ঈদ উপলক্ষে এই ছাড়ের সুযোগ দিচ্ছে শারজাহর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ‘সারজাহ সামার গ্র্যান্ড ডিসকাউন্ট ক্যাম্পেইন’ নামে ওই মূল্যছাড়ের উৎসব এবারই প্রথম শহরটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে অংশ নেবে শারজাহর সব শপিংমল ও শপিং সেন্টার। পাশাপাশি থাকবে গাড়িসহ বিভিন্ন পুরস্কার।
এ বিষয়ে শারজাহের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ইব্রাহিম রাশেদ আল জারওয়ান জানান, প্রায় এক হাজার খুচরা দোকান এই মূল্যছাড়ের উৎসবে অংশ নেবে। পাশাপাশি ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকবে বিভিন্ন পুরস্কার।