ভারতের পররাষ্ট্রসচিব বরখাস্ত
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত ছাড়ার একদিনের মাথায় বরখাস্ত হলেন দেশটির পররাষ্ট্রসচিব সুজাতা সিং। গতকাল বুধবার সন্ধ্যায় সরকারি এক প্রজ্ঞাপনে তাঁর বরখাস্তের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সুজাতা সিংকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার থেকেই তিনি কাজে যোগ দিচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতে ২৮ বছর পর কোনো সচিবকে ঘটা করে বরখাস্ত করা হলো। এর আগে ১৯৮৭ সালে এ পি ভেঙ্কটেশ্বরনকে বরখাস্ত করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছুদিন ধরেই সুজাতা সিংয়ের ওপর নাখোশ ছিলেন। তিনি আরো আগেই সুজাতাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু সুজাতা মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পছন্দের ব্যক্তি হওয়ায় তা সম্ভব হচ্ছিল না।
অবসরে যাওয়ার আট মাস আগেই সুজাতাকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্তকে অস্বাভাবিক মনে করছে বিভিন্ন মহল। তবে ঠিক কী কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে, তা স্পষ্ট নয়।