সঙ্গীকে বাঁচাতে বাজের সঙ্গে গাংচিলের যুদ্ধ
রাশিয়ার আলাস্কায় সাগরপাড়ের একটি শান্ত দিন। নীল সমুদ্রে ঢেউয়ের উল্লাস আর দিগন্ত-চেরা নীলাকাশ। সৌন্দর্য আরো একটু বাড়াতে বড় বড় পাখা ঝাপটে উড়ে চলছিল লম্বা ডানার সমুদ্রের পাখি গাংচিল। ধীরলয়ে উড়ে চলা পাখি দুটির হাওয়ায় স্বচ্ছন্দ ভেসে চলা দেখে মনে হওয়াই স্বাভাবিক, ‘কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা।’
এরই মধ্যে হঠাৎ আকাশ থেকে নেমে ছোঁ মেরে একটি গাংচিলকে ধরে ফেলে বিশালাকায় এক বাজপাখি। এর পর সঙ্গীকে বাঁচাতে এগিয়ে আসে অপর গাংচিলটি। যুদ্ধ শুরু হয় দুই আকাশচরের মধ্যে।
আলাস্কার ওই এলাকায় তখন বন্য প্রাণীর ছবি তুলছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা ডেভিড কানালেস। হঠাৎ আকাশে তাকিয়ে আকাশ-যুদ্ধটি দেখতে পান তিনি। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত পত্রিকা দ্য মিররকে ডেভিড বলেন, ‘আমি ভাবিনি ছবিগুলো এত ভালো আসবে। ঘটনাটি যখন দেখি, আমার ক্যামেরায় একটি ছোট লেন্স লাগানো ছিল। দ্রুত লেন্স পরিবর্তন করে ছবিগুলো তুলি আমি।’
ডেভিড ঘটনাটির বর্ণনা দেন, বিশাল বাজপাখিটি গাংচিলকে তার নখে আঁকড়ে ধরে নিয়ে যাচ্ছিল। আর অপর গাংচিলটি বাজকে ঠুকরে সঙ্গীকে মুক্ত করার চেষ্টা করছিল। ডেভিড আরো বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই পাখিগুলো আমার ক্যামেরার বাইরে চলে যায়।’ এর পরেই গাংচিলের আক্রমণে পরাস্ত হয় বাজপাখিটি। আর সঙ্গীকে মুক্ত করে নীল সীমান্তের দিকে উড়ে যায় গাংচিল দুটি। হয়তো আবার সেই স্বপ্নের উড়ানেই।