আমিরাতের সড়কে হাসির ইমোজি
সংযুক্ত আরব আমিরাতের সড়কে বড় বড় স্মাইলি। আর সঙ্গে লেখা রয়েছে-নিরাপদে গাড়ি চালান। বার্তাটি আরবি, ইংরেজি ও উর্দু এই তিন ভাষায় লেখা। দেশটির পূর্বাঞ্চল এলাকায় শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কে গেলেই এমন স্মাইলি দেখতে পাওয়া যাবে।
অবকাঠামো ও উন্নয়ন মন্ত্রণালয়ের এক নির্দেশে সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন চমক লাগানো কাজ করা হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই দেশটির অন্যান্য প্রধান সড়কে আরো স্মাইলি দেখা যাবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়টির পক্ষ থেকে।
সড়ক চলাচলে নিরাপত্তা মেনে চলার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে। যেকোনো বিপদে ৮০০৮৮৮৮৯ এই নম্বরে ফোন করতেও বলা হচ্ছে।
সড়ক বিভাগের ডিরেক্টর আহমেদ আল হাম্মাদি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতকে সুখী-সমৃদ্ধ করতে কাজ করছে দেশটির সরকার। এই দেশের নাগরিক ও বিদেশিদের উন্নত, নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা চাই সবাই নিরাপদে সড়কে চলাচল করুক।’