ইসরায়েলি অবৈধ স্থাপনা দুই রাষ্ট্র সমাধানের বড় প্রতিবন্ধক
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ বলেছেন, ফিলিস্তিনের দখলকৃত এলাকায় ইসরায়েলের অবৈধ স্থাপনা দুই রাষ্ট্র সমাধান ও শান্তি প্রক্রিয়ায় বড় বাধা।
স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে দেশটির প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব।
‘দুই রাষ্ট্র সমাধানের বাইরে কোনো প্ল্যান বি নেই’, বলেন গুতেরেজ।
‘শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো দুই রাষ্ট্র সমাধান, দখলের অবসান ও ফিলিস্তিনি জনগণের দুর্দশার শেষ দেখতে পরিস্থিতি তৈরি করা’, যোগ করেন জাতিসংঘের মহাসচিব।
মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে সোমবার ইসরায়েলের তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। ওই দিন নেতানিয়াহু বলেছিলেন, কোনো অবস্থাতেই পশ্চিম তীরের কোনো স্থাপনা ধ্বংস করবে না তাঁর দেশ।
নেতানিয়াহু বলেন, ‘আমরা চিরদিনের জন্য এখানে ফিরেছি।’
‘ইসরায়েলের ভূমিতে কোনো স্থাপনা উচ্ছেদ করা হবে না। স্থাপনা ভাঙা হবে না।’
নেতানিয়াহুর এমন বক্তব্যের জবাবে গুতেরেজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের এমন কিছু করা উচিত নয়, যা শান্তিচুক্তির পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।