রাশিয়া বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে : ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, সামরিক মহড়ার আয়োজনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, রাশিয়া পূর্ব ইউরোপে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পোরোশেঙ্কো এমন সতর্কবার্তা দেন।
আগামী সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে এক লাখ সেনা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
২০১৩ সালে ইউক্রেনে ব্যাপক বিক্ষোভের পর ক্ষমতায় আসা এক সময়কার আলোচিত ব্যবসায়ী পোরোশেঙ্কো বলেন, সর্বশেষ মহড়ার মধ্য দিয়ে পরিষ্কার হচ্ছে, ইউক্রেনের দখলকৃত ক্রিমিয়া হাতছাড়া করার কোনো ইচ্ছে নেই রাশিয়ার।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পোরোশেঙ্কো বলেন, ‘এই মুহূর্তে ডোনবাস (ইউক্রেনের একটি অঞ্চল) থেকে পিছিয়ে আসা কিংবা ক্রিমিয়া ছেড়ে দেওয়ার কোনো আলামত দেখায়নি মস্কো।’
‘কৌশলগত মহড়ার ছদ্মবেশে রাশিয়ার সেনাদের একটি অংশ ইউক্রেনের ভূখণ্ডে যে আঘাত হানতে পারে, আমরা তার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না’, বলেন পোরোশেঙ্কো।
ইউক্রেনের মতো এক সময়কার সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র জর্জিয়া ও লিথুয়ানিয়াও সামরিক মহড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি বলেন, এই সামরিক মহড়ার মধ্য দিযে রাশিয়ার সেনাদের বেলারুশে রাখার একটি পথ তৈরি করা হতে পারে। পরবর্তী সময়ে তাদের দিয়ে দখলের পথ প্রশস্ত করবে রাশিয়া।