লিবিয়ার মরুভুমিতে ২০ মিসরীয় অভিবাসীর পচে যাওয়া লাশ
লিবিয়ার সীমান্তবর্তী মরুভুমিতে ২০ জন মিসরীয় অভিবাসীর লাশ ও তাঁদের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।
আলওয়াসাত নিউজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অবৈধ মিসরীয় অভিবাসীদের লাশগুলো লিবিয়ার সীমান্তবর্তী এলাকা তবরুকের জাঘবুব মরুভূমিতে।
লিবিয়া সেনাবাহিনীর একজন সদস্য জানান, জাঘদুবের মরুভূমিতে লাশ পাওয়ার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে ১৩ টি লাশ এবং তাঁদের পাসপোর্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশগুলো অর্ধেক পচে ছিল। এজন্য ধারণা করা হচ্ছে,ইসলামিক শরিয়া আইন অনুযায়ী শাস্তির বিধান মেনেএভাবে কবর দেওয়া হয়েছিল।
লিবিয়া রেড ক্রিসেন্ট ও তবরুকের প্রশাসন তাদের শরীর থেকে আলামত সংগ্রহ করেছে এবং অভিবাসীদের পরিবারকে বিষয়টি জানাবে।
ইউরোপের পথে পাড়ি দিতে লিবিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মিসরীয়রা। চলতি বছরের শুরু থেকে ইউরোপ যাওয়ার লক্ষ্যে ঝুঁকি নিয়ে সাগর পথে এসেছে প্রায় এক লাখ অভিবাসী। তাদের মধ্যে লিবিয়া হয়ে ইতালি এসে পৌঁছেছে প্রায় ৮৫ হাজার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক পরিসংখ্যানে জানা গেছে এ তথ্য।