মহাকাশ স্টেশনে গেলেন আরো তিন নভোচারী
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গেলেন আরো তিন নভোচারী। এই নভোচারীদের একজন রুশ এবং অপর দুজন মার্কিন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বাসস।
খবরে জানানো হয়, তিন নভোচারী পাঁচ মাসের মিশনে ‘সয়ুজ এমএস০৬’ মহাকাশযানে চেপে আজ বুধবার গ্রিনিচ মান সময় ০২-৫৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। রাশিয়ার রসকসমস মহাকাশ কেন্দ্রের ওয়েবসাইটেও এ খবরটি জানানো হয়েছে।
রসকসমসের রুশ নভোচারী আলেকজান্দার মিসুরকিন ও যুক্তরাষ্ট্রের নাসার মহাকাশচারী মার্ক ভেন্দে হেই ও জো আকাবাকে বহনকারী সয়ুজ রকেটটি স্থানীয় সময় ৩ টা ১৭ মিনিটে যাত্রা করে।
এই তিন নভোচারী আগে থেকেই আইএসএসে থাকা ইটালিয়ান পাওলো নেসপলি, রাশিয়ান সার্গেই রিয়াজনস্কি ও যুক্তরাষ্ট্রের র্যান্ডি ব্রেসনিকের সঙ্গে মিলিত হচ্ছেন।