বিশ্বের সবচেয়ে সুন্দর পা!
পায়ের জন্য বিশ্বসেরার খেতাব পাবেন, হয়তো কোনোদিন তা ভাবেনইনি। তবে না ভাবলেই কি! হ্যারি পটারের ২৫ বছর বয়সী অভিনেত্রী এমা ওয়াটসন আনুষ্ঠানিকভাবেই স্বীকৃতি পেয়েছেন। তাঁর পা জোড়াকে বিশ্বের সবচেয়ে সুন্দর পায়ের মর্যাদা দেওয়া হয়েছে!
উইকিফিট নামের একটি ওয়েবসাইট এমাকে এই খেতাব দিয়েছে। শোবিজের নারীদের পায়ের বিশ্বকোষ ধরনের ডেটাবেস রয়েছে এই ওয়েবসাইটের। এখানে যে কেউই পায়ের ছবি আপলোড ও রেটিং করতে পারে।
তো এমা কাদের পরাজিত করলেন? হ্যাঁ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সেলিনা গোমেজ। তাঁর পরে রয়েছেন কেটি পেরি, জেনিফার এনিস্টন, মিলি সাইরাস, মেগান ফক্স ও রিহানা। শীর্ষ দশের বাকি তিনজন হলেন এমা স্টোন, গায়িকা ভিক্টোরিয়া জাস্টিস ও মিলা কুনিস।
চলতি সপ্তাহেই মজার এ খেতাব পেয়েছেন ১০ তারকা। বৃহস্পতিবার ব্রিটেনের লুক সাময়িকীর ওয়েবসাইটে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।