গাজায় ক্ষমতার ভাগাভাগি নিয়ে ফাতাহর সঙ্গে আলোচনা চায় হামাস
ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে আলোচনা করতে চায় দেশটির গাজা উপত্যকার শাসক দল হামাস।
স্থানীয় সময় রোববার হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফাতাহর সঙ্গে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্ব মেটানোর অংশ হিসেবে গাজার প্রশাসনিক কমিটি বিলুপ্ত করা ও সাধারণ নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করতে চায় হামাস।
গাজার শাসন নিয়ে পশ্চিমা সমর্থিত মাহমুদ আব্বাসের দল ফাতাহর সঙ্গে ২০০৭ সালে যুদ্ধ হয় হামাসের। এর পর থেকেই গাজার শাসনভার হামাসের হাতে রয়েছে।
ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় জাতীয় ঐকমত্যের সরকার গঠনে হামাস ও ফাতাহকে ঐক্যবদ্ধ করার বেশ কিছু চেষ্টা এর আগে ভেস্তে গেছে। সর্বশেষ রোববারের বিবৃতিতে হামাস বলেছে, গাজায় চলমান প্রশাসন ভেঙে দেওয়া, ভূখণ্ডটিতে ঐকমত্যের সরকার চলতে দেওয়া ও নির্বাচন আয়োজনে ফাতাহর সঙ্গে কথা বলতে চায় তারা।
ফিলিস্তিনের শাসকগোষ্ঠীর দুটি পক্ষকে এক করতে মধ্যস্থতা করে যাচ্ছে মিসর। দেশটির রাজধানী কায়রোতে ২০১১ সালে দ্বন্দ্ব মিটিয়ে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনে দুটি পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছিল।