বিশ্বের সবচেয়ে মোটা নারীর মৃত্যু
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী ইমান আহমেদ মারা গেছেন। আজ সোমবার ভোর ৪টা ৩৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের বুরজিল হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
হৃদযন্ত্রের সমস্যা এবং কিডনি জটিলতা নিয়ে ইমান আহমেদ হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মিসরের নাগরিক ইমান আহমেদের ওজন ছিল ৫০০ কেজি। ছোটবেলা থেকেই তিনি বিরল ধরনের থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। গত মে মাসে একটি অস্ত্রোপচারের পর তাঁকে ভারতের মুম্বাই থেকে আবুধাবিতে স্থানান্তর করা হয়।
মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ওজন কমানোর ওই অস্ত্রোপচারের পর ৩৩০ কেজি ওজন কমে ইমানের। এরপর পরবর্তী দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য গত ৪ মে সংযুক্ত আরব আমিরাতে যান।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে যখন চিকিৎসার জন্য মুম্বাইতে আসেন ইমান, তখন তাঁর ওজন ছিল ৫০০ কেজি। সে সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ওজনদার নারী।
ইমানকে নিয়ে যাওয়ার জন্য মুম্বাইয়ের শিবাজি ছত্রপতি বিমানবন্দরে বিশেষ পথ তৈরি করতে হয় বলেও জানায় টাইমস অব ইন্ডিয়া।