মেমোরি কার্ড খুঁজে না পেয়ে ভাইকে হত্যা
সংযুক্ত আরব আমিরাতে মেমোরি কার্ড খুঁজে না পেয়ে নিজের ভাইকে হত্যা করেছেন এক প্রবাসী বাংলাদেশি। দেশটির আজমানের লিভারা শহরে এ ঘটনা ঘটে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এই খবর দিয়েছে। তবে তারা নিহত ও অভিযুক্ত যুবকের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।
২৪ বছর বয়সী অভিযুক্ত যুবকটি আরব আমিরাতে একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কাজ করেন।
খালিজ টাইমস জানায়, অভিযুক্ত যুবক নিজের বাসায় ক্যামেরার মেমোরি কার্ড হারিয়ে ফেলেন। সকাল থেকেই সে কার্ডটি খুঁজছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া শুরু হয়।
কার্ডটি না পেয়ে তিনি খুব উত্তেজিত হয়ে যান। তাঁর মা বলেন, ‘আমি কার্ডটি ঝুড়িতে ফেলে দিয়েছি। তবে আমি জানতাম না আসলে ওইটা কী ছিল।’
এই কার্ডটি আমার এক বন্ধুর এই কথা বলে তিনি আরো রেগে যান। ওই যুবকের ভাই ও বোন তাঁকে শান্ত করার চেষ্টা করেন। তাঁরা বলেন, এই কার্ডের দাম ১০০ দিরহাম। তুমি নতুন একটা কিনে দিতে পারো।
কিন্তু ওই যুবক আরো উত্তেজিত হন। এই সময় কাঁচি দিয়ে ভাইয়ের মাথার ডান দিকে বেশ কয়েকবার আঘাত করেন ওই যুবক। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ভাইয়ের।
দেশটির আজমান পাবলিক প্রসিকিউশন রোববার মামলাটি অপরাধ আদালতে স্থানান্তর করেন।