ফিলিস্তিনি ‘বন্দুকধারী’র গুলিতে তিন ইসরায়েলি নিহত
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতিতে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি নিহত ও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, হামলার পর ৩৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ইসরায়েলের আর্মি রেডিওকে জানান, ওই বন্দুকধারী একটি শ্রমিকদলের সঙ্গে বসতিতে প্রবেশ করে। এর পর ঘটনাস্থলে থাকা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালান। সে সময় ওই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে ইসরায়েলে এই হামলার দায় কোনো গোষ্ঠী বা সংগঠন স্বীকার করেনি। তবে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাস ও সেখানে সক্রিয় সংগঠন ইসলামিক জিহাদ এই হামলাকে স্বাগত জানিয়েছে।
২০১৫ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলে কমপক্ষে ৫০ ইসরায়েলি ও পাঁচজন বিদেশি নিহত হয়েছে। এ সময়ে কমপক্ষে ২৫৫ জন সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।