আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের লাঠিপেটা
জেরুজালেমে আল-আকসা মসজিদে ঢুকে লাঠিপেটা করেছে ইসরাইলি পুলিশ। ওই মসজিদ থেকে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উৎখাত করতে স্থানীয় সময় রোববার দুপুরে সেখানে ঢোকে তারা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা দাঙ্গা বাধাতে মসজিদে পটকা, আতশবাজি ও পেট্রলবোমা মজুদ করছিল।
ইসরাইল পুলিশের এক বিবৃতির সূত্রে রয়টার্স জানায়, জেরুজালেমের রাস্তায় এক উৎসব চলাকালে মুখোশ পরা দাঙ্গাকারীরা পটকা ছুড়ে হামলা চালায়। পুলিশ ধাওয়া করলে একপর্যায়ে আল-আকসা মসজিদের ভেতর অবস্থান নেয় তারা।
এরপর মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে এবং পুলিশ প্রবেশের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ ছাড়া মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে পটকা ও আতশবাজি ছোড়া হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ আহত হওয়ার কথাও জানা গেছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ওই সময় সংঘর্ষ, দাঙ্গা দমন ও পুলিশসহ সাধারণ জনগণের আহত হওয়া ঠেকাতে পুলিশ বাহিনীর সদস্যরা মসজিদের ভেতর কয়েক মিটার পর্যন্ত ঢুকে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গাকারীদের ভেতরে রেখেই মসজিদের দরজা বন্ধ করে দেন।