ফ্রান্সে ‘সন্ত্রাসী হামলা’, দুই নারী নিহত
ফ্রান্সে রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার মার্শেই শহরের সেন্ট চার্লস রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। পুলিশের দাবি, এটি একটি সন্ত্রাসী হামলা।
ফ্রান্সের একাধিক গণমাধ্যম জানিয়েছে, হামলায় নিহত দুজনই নারী। এদের একজনকে গলা কেটে হত্যা করা হয়। অন্যজনের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারী হামলার সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববারের এ ঘটনার আগে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় ২৩৯ জন নিহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ কলম্ব জানিয়েছেন, তিনি দ্রুত ওই শহরে যাবেন।