‘উত্তেজক’ পোশাক পরে গান গাওয়ায় কারাদণ্ড
‘উত্তেজক’ পোশাক পরে একটি মিউজিক ভিডিওতে গান গাওয়ায় এক শিল্পীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন মিসরের একটি আদালত। এ ‘অপরাধের জন্য’ আগে রিদা আল ফৌলি নামের ওই শিল্পীকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। আজ সোমবার সেই সাজা কমিয়ে অর্ধেক করা হয়।
তবে ওই মিউজিক ভিডিওটির পরিচালক ওয়ায়েল সেদ্দিকির এক বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
আরববিশ্বে প্রচলিত পপ ভিডিওকে ব্যঙ্গ করে বানানো ওই মিউজিক ভিডিওটিতে দেখা গেছে, একজন পুরুষসহ শিল্পীর সাথে বেশ আঁটসাঁট ও খোলামেলা পোশাকে নেচে নেচে গান গাইছেন ওই নারী শিল্পী। গত মে মাসে ইউটিউবে ভিডিওটি প্রকাশিত হবার পর রেদা আল ফৌলি নামে ওই শিল্পীকে গ্রেপ্তার করা হয় এবং এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এর পরই ভিডিওটি আরব দুনিয়ায় ব্যাপক সাড়া জাগায় এবং প্রায় রাতারাতি বিখ্যাত হয়ে যান প্রায় অখ্যাত শিল্পী রিদা আল ফৌলি। এর আগে চলতি বছরের শুরুতে মিসরে বিখ্যাত সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের একটি কনসার্ট সমালোচকদের বাধার মুখে স্থগিত করা হয়েছিল।