প্রধানমন্ত্রীর সমালোচনা করায় উপপ্রধানমন্ত্রী বরখাস্ত
অব্যাহত আর্থিক কেলেঙ্কারির জেরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সমালোচনা করায় দেশটির উপপ্রধানমন্ত্রী মুহাইদ্দিন ইয়াসিনকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে একটি বিদেশি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে মুহাইদ্দিন রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।
এ ছাড়া দেশটির অ্যাটর্নি জেনারেল আবদুল গনি পাতাইলকেও একই ধরনের অভিযোগ তুলে বরখাস্ত করা হয়েছে। তিনি রাজ্জাকের এ আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছিলেন। মঙ্গলবার সকালে উচ্চপদস্থ এই দুজনকে বরখাস্তের কথা জানায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।
মালেয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড (ওয়ান এমডিবি) থেকে ৭০ কোটি মার্কিন ডলার নিজ ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন।
মঙ্গলবার দুপুরে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে উপপ্রধানমন্ত্রীর বরখাস্তের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে বলে বেড়ানোর কথা নয়। এটি সরকারের সমন্বিত দায়িত্বের যে ধারণা তার বিরুদ্ধে যায়। আর অ্যাটর্নি জেনারেল আবদুল গনির বরখাস্তের ব্যাপারে সরকারি বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শেষ খবর অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি সদ্য সাবেক উপপ্রধানমন্ত্রী মুহাইদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।