৬৯-এ বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতোর বয়স ৬৯। আর তাঁর স্ত্রী জেনি হাউকিও পা দিয়েছেন ৪০-এ। এ বয়সেই দম্পতিটির ঘরে আসছে প্রথম সন্তান। স্থানীয় সময় সোমবার খবরটি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে সাউলি নিনিসতো ও তাঁর স্ত্রী বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একটি সন্তান নেওয়ার চেষ্টা করছিলাম। সেই বছরগুলোতে অনেক সমস্যার মধ্য দিয়ে আমরা পথ পাড়ি দিয়েছি। যদিও গর্ভধারণের প্রথম দিকের দিনগুলো অনেক সুন্দর ছিল। তারপরও খবরটি আমরা এখন জানালাম।’
প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জন্ম নিতে পারে শিশুটি। ওই সময়টাতেই দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট পুনর্নির্বাচন। জরিপ বলছে, নির্বাচনে নিনিসতোর জয়ের সম্ভাবনা বেশি। তাই যদি হয়, তাহলে আগামী বছরে একসঙ্গে দুটি খুশির খবর পেতে যাচ্ছেন তিনি।
২০০৯ সালে হাউকিওকে বিয়ে করেন নিনিসতো। তবে হাউকিওর কোলে এটাই প্রথম সন্তান হলেও সাবেক স্ত্রী মারিয়া লিনার ঘরে নিনিসতোর আরো দুই সন্তান রয়েছে। ১৯৯৫ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন মারিয়া।