ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৫
ইয়েমেনে যুক্তরাষ্ট্র চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়েছে । দেশটির দক্ষিণাঞ্চলের মুকাল্লা শহরের এক কর্মকর্তার সূত্রে রয়টার্স জানায়, বুধবার রাতে ওই ড্রোন হামলায় সন্দেহভাজন পাঁচ আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন।
ওই কর্মকর্তা জানিয়েছেন, আল-কায়েদার জঙ্গিদের নিয়ে একটি গাড়ি আল-কায়েদার ঘাঁটি হিসেবে পরিচিত মুকাল্লা শহর থেকে বের হয়ে আবিয়ান প্রদেশের ওয়াদি দিখার এলাকায় মার্কিন ড্রোন এর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ওই গাড়িতে থাকা পাঁচজন নিহত হন।
নিহতদের মধ্যে আল-কায়েদার স্থানীয় প্রধান নেতা আবু আহমেদ আল কাজিমি রয়েছেন বলেও দাবি করেন ওই কর্মকর্তা। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করতে পারেননি।