ভারতে সালাহ উদ্দিনের মামলার শুনানি শুরু
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ভারতে অনুপ্রবেশের মামলার শুনানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালতে শুনানির প্রথম দিনে একজন সাক্ষ্য দিয়েছেন। আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
আদালতের বিচারিক হাকিম কে এল নাংভির এজলাসে আজ সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষ ও আসামি সালাহ উদ্দিন আহমেদ উভয়ের আইনজীবীই এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ জুলাই সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ মামলার অভিযোগপত্র গঠন করা হয়। ওই দিন বিচারক জানিয়ে দেন, ৩০ জুলাই থেকেই এ মামলার শুনানি শুরু হবে।
ওই দিন আদালতে সালাহ উদ্দিন জানিয়েছিলেন, তাঁকে চোখ, হাত, পা বেঁধে কেউ বা কারা শিলংয়ে ফেলে দিয়ে যায়। তিনি স্বেচ্ছায় ভারতে আসেননি। হাত-পায়ের বাঁধন খোলার পর তিনি স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে পুলিশের কাছে যান। তারপর পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে।