বাবার হাতে পাঁচ বছরের শিশুর এ কেমন পরিণতি?
বাসার পড়া করেনি পাঁচ বছরের ছোট্ট শিশু। এতে চটে লাল হয়ে গেলেন বাবা। শুরু করলেন মার। মার থামাতে বাবার কাছে বারবার আকুতি জানাচ্ছিল শিশুটি। সন্তানের কান্না শুনে একটুও মন গলেনি বাবার। মারতে মারতে ক্ষতবিক্ষত করে তোলেন নিষ্পাপ কোমল শরীরটি। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
সম্প্রতি হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে মিসরের গিজা শহরে। ওই বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধরা পড়ার পর তাঁর স্বীকারোক্তি, মেয়েকে একেবারে মেরে ফেলার কোনো ইচ্ছাই ছিল না তাঁর।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়, গিজা শহরের কাছে একটি হাসপাতালে ক্ষতবিক্ষত এবং মাথা ও ঘাড়ে আঘাত পাওয়া একটি শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে পুলিশ জানায়, বাড়ির কাজ না করায় শিশুটির বাবা উত্তেজিত হয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন মেয়েকে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁদের প্রতিবেশীরাও। তাঁরা জানান, শিশুটির চিৎকার শুনতে পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যায়।