বিমান বিধ্বস্ত, বিন লাদেনের মা-বোন নিহত
যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় আল-কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সৎমা, বোন ও ভগ্নিপতি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ব্যক্তিগত গাড়ির নিলাম ক্ষেত্রের পাশে ব্ল্যাকবুশ বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
এনবিসির বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, দুর্ঘটনায় বিমানটির পাইলটসহ চারজন নিহত হন। তাঁদের মধ্যে তিনজন হলেন বিন লাদেনের সৎমা রাজা হাশিম, বোন সানা বিন লাদেন ও ভগ্নিপতি জুহাইর হাশিম। ওই বিমানের পাইলটের বাড়ি জর্দান বলে জানা গেছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার শিকার বিমানটি জেদ্দাভিত্তিক সলিম অ্যাভিয়েশনের মালিকানাধীন। এ প্রতিষ্ঠানটির মালিক বিন লাদেনের পরিবার। ব্রাজিলীয় নির্মাতার তৈরি বিমানটি রানওয়েতে অবতরণের সময় নিলাম ক্ষেত্রের পাশে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে বিস্ফোরিত হয়ে এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এদিকে বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্যে অবস্থিত সৌদি আরবের দূতাবাস। টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে সৌদি রাষ্ট্রদূত শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।