লিবিয়ায় বিমান হামলায় নিহত ১৫
লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরে বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন।
স্থানীয় সময় সোমবার শহরের দাহর আল-হামার ও আল ফাতায়েহ এলাকায় ঘণ্টাব্যাপী ওই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলায় নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে।
দেরনা এ মুহূর্তে দেরনা মুজাহিদিন শূরা কাউন্সিল (ডিএমএসসি) নামে ইসলামপন্থী বিদ্রোহীদের একটি জোটের নিয়ন্ত্রণে আছে। আর শহরটির চারপাশে অবস্থান নিয়েছে লিবিয়ার সেনাবাহিনীর একাংশ।
বিভিন্ন সময়ে সেনাবাহিনী শহরে বিমান হামলা চালিয়েছে। তবে সর্বশেষ হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বাহিনীটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেরনায় বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ মিসরও। চলতি বছরের মে মাসেই মিসরের দক্ষিণাঞ্চলের একটি শহরে হামলা হয়। সে হামলায় দেরনাকেন্দ্রিক মিলিশিয়াদের সংযোগের অভিযোগ আনে কায়রো। পরে দেরনায় হামলা চালায় মিসরের বিমান।
২০১৪ সালে দেরনা দখল করেছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তবে সে বছরই শহর থেকে জঙ্গিদের বিতাড়িত করে দেরনা মুজাহিদিন শূরা কাউন্সিল।