প্রেসিডেন্ট মুগাবে গৃহবন্দি
গৃহবন্দি অবস্থায় রয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। আজ বুধবার দেশটির সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর পরিবারসহ তাঁকে গৃহবন্দি রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার উদ্ধৃতি দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে জানানো হয়ে, জিম্বাবুয়ের রাজধানী হারেরেতে মুগাবেকে গৃহবন্দি করা হয়েছে। মুগাবে নিজেই টেলিফোন করে জ্যাকব জুমাকে এই তথ্য জানিয়েছেন। তিনি সুস্থ আছেন বলেও জ্যাকব জুমাকে জানান।
এর আগে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের চারপাশে থাকা ‘অপরাধী’দের পাকড়াও করতে রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ের সেনাবাহিনী। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জিম্বাবুয়ের রাজধানী হারারের চারপাশে অবস্থান নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন (জেডবিসি) দখলে নেন সেনাসদস্যরা।
প্রেসিডেন্ট রবার্ট মুগাবের নেতৃত্বাধীন জেডএএনইউ-পিএফ সেনাপ্রধানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনার পর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেলিভিশন দখলে নেওয়ার কিছুক্ষণ পরই আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশটির প্রাণকেন্দ্রে তিনটি বিস্ফোরণ হয়।