জর্জিয়ায় বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ১২
জর্জিয়ার বাটুমি শহরে একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের লিওগ্র্যান্ড হোটেলের ২২ তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
জর্জিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মাইকলেডজের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, মূলত আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই ১২ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত আরো ১০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে তিনজন তুরস্ক ও একজন ইসরায়েলের নাগরিক রয়েছেন। তবে নিহতদের মধ্যে আর কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
দেশটির আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি গাড়ি ও ১০০ কর্মী ঘটনাস্থলে রয়েছেন। হোটেলটি থেকে ১০০ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে।
অবশ্য এই আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।