নেপালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে
নেপালে নতুন সংবিধান রচনার পর প্রথম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
স্থানীয় সময় রোববার সকাল ৭টায় দেশটির ৩২টি জেলায় ভোট গ্রহণ শুরু হয়। প্রথম ধাপের এই ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।
বিবিসির খবরে বলা হয়, নেপালে নির্বাচনে দুই ধাপে ভোট গ্রহণ হবে। আজ শুরু হওয়া প্রথম ধাপে ভোট দেবেন নেপালের ৩২টি জেলার বাসিন্দারা। পরবর্তী ধাপের ভোট গ্রহণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। সে সময় ভোট দিতে পারবেন বাকি ৪৫ জেলার বাসিন্দারা।
এবারের নির্বাচনে নেপালের দেড় কোটি নাগরিকের সিদ্ধান্তের প্রতিফলন ঘটবে। নির্বাচিত হবেন দেশটি পার্লামেন্টের ১৭৫ জন ও প্রাদেশিক পরিষদে ৩৫০ জন সদস্য।
নির্বাচনের লড়াইয়ের মাঠে নেমেছে শের বাহাদুর দেউবার নেতৃত্বে ‘গণতান্ত্রিক জোট’ বনাম কে পি অলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)। এ ছাড়া পুষ্পকমল দাহাল ওরফে প্রচন্ডের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব মাওয়িস্ট সেন্টারসহ বাম দলগুলোর মঞ্চ ‘বাম জোটে’র মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এদিকে নেপালের নির্বাচন কমিশন ভোটারদের গণতন্ত্র চর্চার জন্য নিজ নিজ ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার আয়দোহি প্রসাদ যাদব বিভিন্ন ভোটকেন্দ্র প্রদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
বর্তমান নির্বাচনের মধ্য দিয়ে এক দশক পর নেপালে গণতন্ত্র ফিরে আসবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ২০০৬ সাল থেকে দেশটিতে চলা গৃহযুদ্ধে ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।