বিদেশি গণমাধ্যমের জন্য নতুন আইন করলেন পুতিন
রাশিয়ায় প্রচারিত বিদেশি গণমাধ্যমগুলোর জন্য নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন আইন অনুযায়ী রাশিয়ায় যেকোনো বিদেশি গণমাধ্যমকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে নথিভুক্ত করার ক্ষমতা পাচ্ছে দেশটির সরকার।
বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-কে ‘বিদেশি এজেন্ট’ হিসাবে তালিকাভুক্ত করার প্রস্তাব পাস হয়। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ‘হস্তক্ষেপের’ সঙ্গে যুক্ত ছিল সংবাদমাধ্যমটি। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের জবাব দিতে নতুন এই আইন করল রাশিয়া।
পুতিনের নতুন এই আইনের পর রাশিয়ার সমস্যার মুখে পড়তে পারে ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টিসহ অন্তত নয়টি মার্কিন সহায়তায় পরিচালিত গণমাধ্যম।
নতুন আইন অনুযায়ী রাশিয়া সরকার চাইলেই কোনো বিদেশি গণমাধ্যমকে ‘বিদেশি এজেন্ট’ নিসেবে নথিভুক্ত করতে বাধ্য করতে পারবে। এ ছাড়া ওই সব মাধ্যমের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে বিশেষ কিছু নীতিমালা। আর নীতিমালা মানতে ব্যর্থ হলে গণমাধ্যমগুলোর প্রচার বন্ধের ক্ষমতা রয়েছে সরকারের হাতে।
রাশিয়ায় বর্তমানে একই ধরনের আইন চালু রয়েছে। আইনটির আওতায় গণমাধ্যমের বদলে বিভিন্ন দাতব্য ও বেসরকারি সংস্থা রয়েছে।