ছিটমহল বিনিময়ের পুরো কৃতিত্ব দাবি মমতার
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময়ের পুরো কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার হালদিবাড়ি এলাকায় এক জনসভার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক উন্নয়নের কথাও জানান মমতা।
ছিটমহল বিনিময়ে বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি হওয়ার আগে মমতা এমন মন্তব্যও করেছিলেন, রাজ্যের এক ইঞ্চি জমিও বাংলাদেশকে ছাড়া হবে না। চুক্তি বাস্তবায়িত হওয়ার পর ভোল পাল্টে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন চুক্তি ও এর বাস্তবায়নের কৃতিত্ব সম্পূর্ণ নিজের বলে দাবি করছেন।
ভারতের সংবাদমাধ্যমে ‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদনে হলদিবাড়ির জনসভায় মমতার বক্তব্য তুলে ধরা হয়। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাধীনতার পর থেকেই ছিটমহল বিনিময় হবে এমন কথা হচ্ছিল। কিন্তু, তাঁর, মা, মাটি মানুষের সরকারই এর বাস্তবায়ন করল। তিনি আরো বলেন, বাংলাদেশ সফর শেষে তিনি ছিটমহলে যান এবং এরপরই তা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারত-বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থলসীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় ও তিস্তা নদীর ওপর দীর্ঘতম সেতুর শিলান্যাস তিনিই করেছেন; যা দীর্ঘদিনের সীমান্ত-সমস্যা সমাধান ও ছিটমহলবাসীর দুর্দশা থেকে মুক্তি ও জয়ের প্রতীক হবে।