চীনে ডাইনোসরের কঙ্কাল ও ২৩১ ডিম উদ্ধার
চীনে একটি ডাইনোসরের কঙ্কাল ও ২৩১টি ডিম উদ্ধার করা হয়ছে। দেশটির গুয়াংডন প্রদেশের একটি বাড়ি থেকে ফসিলগুলো উদ্ধার করা হয়।
হিউয়ান শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত ২৯ জুলাই অভিযান চালিয়ে ডাইনোসরের কঙ্গাল ও ডিম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো ছয় কোটি ৫০ লাখ বছর পূর্বের ক্রেটাসিয়াস সময়কার।
কঙ্কাল পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন, এগুলো পিসিট্টাকসারাস নামক বিলুপ্ত প্রজাতির ডাইনোসরের।
গুয়াংডন প্রদেশের হিউয়ান শহরের স্থানীয় এলাবাসী সূত্রে পুলিশ জানতে পারে, জুনে শহরের একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে ডাইনোসরের অনেক ডিম পাওয়া গেছে। জুলাইয়ের ২৮ তারিখে আরো ডিম পাওয়ার খবর পাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালায় এবং ডাইনোসরের কঙ্কাল ও ২৩১টি ডিম উদ্ধার করে।
চীনের হিউয়ান এলাকা ‘ডাইনোসরের নিজের শহর’ বলে পরিচিত। গত কয়েক দশকে এই এলাকায় ডাইনোসরের অনেক কঙ্কাল ও ডিম পাওয়া গেছে।
ওই শহরের জাদুঘর গিনেজ রেকর্ডধারী। সেখানে ১০ হাজারের বেশি ডাইনোসরের ডিমের ফসিল সংরক্ষিত আছে।
চীনের আইন অনুযায়ী, কোনো প্রাণীর ফসিল পাওয়া গেলে এর মালিক হবে রাষ্ট্র। একই সঙ্গে এর বিক্রি বা নিজের কাছে রাখা নিষিদ্ধ। তবে বিশেষায়িত প্রতিষ্ঠান বা গবেষক নিজের কাছে কোনো ফসিল রাখতে পারে।