জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা মাধ্যমের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। এরা হলো, একরামুল হক অনিক, তার বাড়ি ঢাকায়। মো. ফয়সাল, বাড়ি বরিশাল, মো. সৈকত, বাড়ি টাঙ্গাইল এবং মো. মারজুক, তার বাড়ি চট্টগ্রাম জেলায়। নিহতদের মরদেহ জেদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, তারেফ, শাহাদাত, জহির, আয়াজ, আব্দুল কাদির, শাহ আলম এবং অজ্ঞাত পরিচয় অপর একজন।
আহত এক শিক্ষার্থী জানায়, তারা ১১ জন জেদ্দার আভোর এলাকায় প্রাডো গাড়িতে করে ঘুরতে যাচ্ছিল। গাড়িটি একটি ইউটার্ন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেদ্দা কনসুলেট জেনারেল এ কে এম শহীদুল করিম। তিনি আহতদের খোঁজ-খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।