ইসরায়েল-ফিলিস্তিন সমঝোতা শুরু করতে জাতিসংঘকে রাশিয়ার আহ্বান
জেরুজালেম ইস্যুতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংকটের মধ্যে দেশ দুটির মধ্যে সমঝোতা প্রক্রিয়া পুনরায় শুরু করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে রাশিয়া।
স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নাবেনজিয়া এ আহ্বান জানান।
নাবেনজিয়া বলেন, আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করতে জরুরি ভিত্তিতে একটি ‘অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া’ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের পর নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকে জাতিসংঘ। এ অধিবেশনে নাবেনজিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, ট্রাম্পের এমন পদক্ষেপ ফিলিস্তিন-ইসরায়েল সম্পর্ক, এমনকি পুরো অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রতিনিধি বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্বি-রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের চূড়ান্ত ও টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। এর উপায় হিসেবে একটি অর্থবহ রাজনৈতিক প্রক্রিয়া আবারও শুরু করা একেবারে অপরিহার্য হয়ে পড়েছে।
গত বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরো সংকটময় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চলমান প্রচেষ্টা বাধাগ্রস্ত করবে। ট্রাম্পের এ সিদ্ধান্তে বেশ শঙ্কিত সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার গত বৃহস্পতিবার জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা শহরে বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুক্রবার ‘বিক্ষোভ দিবসের’ ডাক দেওয়া হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং সাত শতাধিক আহত হয়।
শুক্রবারেই ফিলিস্তিনের গাজা শহরে ইসরায়েলের বিমান হামলায় ছয় শিশুসহ কমপক্ষে ২৫ ফিলিস্তিনি আহত হয়। গাজা উপত্যকার শাসক দল হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।