জাতিসংঘ মিশনে সহকর্মীর গুলিতে নিহত ৪
আফ্রিকা মহাদেশের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক সেনার গুলিতে চার সহকর্মী নিহত এবং আটজন আহত হয়েছেন। শনিবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বানগুইতে জাতিসংঘ মিশনে এ ঘটনা ঘটে।জাতিসংঘের সামরিক সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, রুয়ান্ডা সেনাবাহিনীর ওই সৈন্য মানসিক অবসাদে ভুগছিলেন। চার সহকর্মীকে গুলি করার পর তিনি নিজেও গুলি করে আত্মহত্যা করেন।
জাতিসংঘ মিশন বলেছে, ২০১৪ সালের সেপ্টেম্বরে দেশটিতে মিশন শুরুর পর এই প্রথম এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও মিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে ঘটনার পর বানগুই শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান।