পদ্মপাতায় ভাসে ৮০ কেজি ভার!
পানিতে ভেসে থাকা একটি পদ্মপাতা কতটুকু ওজন ধরে রাখতে পারে? এক কেজি ভাবাটাই কষ্টকর হবে প্রায় সবার জন্য। কিন্তু যদি বলা হয়, এক পদ্মপাতা পানিতে ভাসিয়ে রাখতে ৮০ কেজি ভার? বিশ্বাস করতে কষ্ট হবে। অবিশ্বাস্য মনে হলেও এমন পদ্মপাতার অস্তিত্ব রয়েছে চীনে।
চীনরে দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের সানসুই এলাকায় পদ্মপাতার ওজন ধরার ক্ষমতা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয়। রোববার এমনই এক প্রতিযোগিতায় ১৭৬ পাউন্ড (৭৯ দশমিক ৮৩ কেজি) ওজন (দুটি শিশু) ভাসিয়ে রেখে বিজয়ী হয়েছে।
ইয়াংচেং ইভিনিং নিউজের বরাত দিয়ে চীনের পিপলস ডেইলি অনলাইন এ খবর দিয়েছে। বিশেষ এই পদ্মের পাতা বিশাল আকৃতির হয়। চীনে একে বলা হয় রাজ পদ্ম। এর পাতাটিও বিশ্বে সবচেয়ে বড়। প্রায় দুই মিটার ব্যাসের পাতাটি উপরিতল বেশ মসৃণ হয়। গোলাকার প্রান্তভাগ থাকে মোড়ানো।
পিপলস ডেইলি অনলাইন জানায়, এই পাতার এত ওজন ধরে রাখার পেছনে রহস্য হলো এর বড় বড় ও শক্ত শিরা, যা পাতার পেছন দিকে থাকে জালের মতো করে। তা ছাড়া পাতার মধ্যে বাতাস ধরে রাখার মতো ফাঁপা স্থানও রয়েছে।