বৃদ্ধার পেটে মিলল আজব সব জিনিস!
রাশিয়ার ৭৪ বছরের বৃদ্ধা নিনা। সম্প্রতি মঙ্গোলিয়া সীমান্তের কাছে উলান-উদি এলাকায় একটি হাসপাতালে গিয়েছিলেন জ্বর নিয়ে। বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে নিনার এক্সরে করলেন চিকিৎসকরা।
আর এই পরীক্ষার ফল দেখে তো তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। কী নেই নিনার পেটের ভেতর!
নিনার পেটের ভেতরে মিলেছে ১৫২টি ধাতব বস্তু। সেগুলোর মধ্যে রয়েছে পেরেক, লম্বা স্ক্রু, বোল্ট, দরজার হাতল ও ধাতব আবর্জনা। এর কোনো কোনোটার দৈর্ঘ্য ছয় ইঞ্চির বেশি।
কিন্তু কীভাবে এই ধাতব বস্তুগুলো গেল নিনার পেটে?
জবাব মিলেছে সে প্রশ্নেরও। নিজের শরীরে আয়রনের ঘাটতি মেটানোর জন্য নাকি সেগুলো গলাধকরণ করেছিলেন নিনা নিজেই। তবে আয়রন বাড়াতে একটি রুপার নেকলেস কেন খেয়েছিলেন সে প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ১৪ বছর ধরে এসব ধাতব বস্তু খেয়েছেন নিনা। তবে অবাক করার মতো বিষয় হলো, এত কিছুর পরও তাঁর গলা ও পাকস্থলীতে কোনো ক্ষতি হয়নি। বর্তমানে নিনা হাসপাতালে ভর্তি আছেন।