চীনে ভূমিধসে নিখোঁজ ২৬, উদ্ধার ১৪
চীনের শানঝি প্রদেশে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ বুধবার ভোরে খনিশ্রমিকদের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মাটিচাপায় আটকা পড়ে ৪০ জন। তার মধ্যে এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ অবস্থা থাকায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।urgentPhoto
বিবিসি জানিয়েছে, আজ ভোরে শানঝির শানইয়াং কাউন্টি এলাকায় ঘটা ওই ভূমিধসে খনিশ্রমিকদের বাড়িঘর চাপা পড়ে। শ্রমিকরা ওয়াজহু নামে একটি খনি প্রতিষ্ঠানে কাজ করে। আবাসিক এলাকাটি ওই প্রতিষ্ঠানেরই ছিল।
চীনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টাইফুন সৌদেলর আঘাত হেনেছে। এর প্রভাবে প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। শানইয়াং কাউন্টির কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ১টা ৪৭ মিনিটে (গ্রিনিচমান সময় ৫টা ৪৭ মিনিট) ভূমিধসের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। ভূমিধসে শ্রমিকদের ১৫টি ঘর ও তিনটি আবাসিক ভবন মাটির নিচে চাপা পড়ে ৪০ জন আটকা পড়ে।
স্থানীয় সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আশপাশের এলাকার অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি দিয়ে কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। রাষ্ট্রপরিচালিত সিসিটিভি জানিয়েছে, গোয়েন্দা কুকুর নিয়ে সৈন্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।