পাপুয়ায় ৫৪ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ
পাপুয়া অঞ্চলে ৫৪ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ত্রিগানা বিমান এটিআর ৪২ স্থানীয় সময় ৩টার (গ্রিনিচমান সময় ৬টা) দিকে আঞ্চলিক রাজধানী জয়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এর পরই বিমানবন্দরের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, বিমানটি এই অঞ্চলের দক্ষিণে ওকসিবিল শহরের উদ্দেশে যাত্রা করে। বিমানটিতে ৪৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচ শিশু ও পাঁচ ক্রু ছিল।
অন্যান্য সংস্থার সহায়তায় বিমানের খোঁজ চালানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
এর আগে গত ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার এশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ১৬২ যাত্রীর সবাই মারা যান।