২৩ দিনের জন্য ২৩তম প্রধান বিচারপতি
মাত্র ২৩ দিনের মেয়াদে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে পাকিস্তান। আজ সোমবার দেশটির ২৩তম প্রধান বিচারপতি হিসেবে জাওয়াদ এস খাজাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হুসাইন। বিচারপতি খাজা সদ্য সাবেক বিচারপতি নাসিরুল মুলকের স্থলাভিষিক্ত হলেন। পাকিস্তানের বিচার বিভাগের সূত্রে সংবাদমাধ্যম ডন জানায়, নতুন প্রধান বিচারপতি আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে অবসরে যাবেন। আর তারপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে আনোয়ার জহির জামালির তাঁর স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে।
বিচার বিভাগের সূত্রে ডন আরো জানায়, গত রোববার দেশটির প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেছিলেন নাসিরুল মুলক। এরপর জ্যেষ্ঠতার বিচারে স্বল্পতম সময়ের জন্য এই নতুন প্রধান বিচারপতি নিয়োগ দিল পাকিস্তান। আজ প্রেসিডেন্টের কার্যালয়ে বিচারপতি খাজাকে শপথ পড়ানোর সময় প্রেসিডেন্ট মামনুন হুসাইন ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আরো ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও সুশীলসমাজের প্রতিনিধিরা।
প্রধান বিচারপতি খাজার জন্ম ১৯৫০ সালের ১০ সেপ্টেম্বর। তিনি ১৯৭৫ সালে আইন ব্যবসা দিয়ে পেশাজীবন শুরু করেন। এর আগে বিচারপতি খাজা পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব বারকেলে থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।