অলিম্পিকের আগে উত্তর কোরিয়ার সামরিক মহড়া
দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক শুরুর একদিন আগে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া।
বিবিসি জানায়, দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন এতে উপস্থিত ছিলেন।
দেশটির কর্মকর্তারা বলছেন, এই সামরিক মহড়ায় অলিম্পিকে কোনো সমস্যা হবে না।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র বৃহস্পতিবারের ওই মহড়াকে দেশটির ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করেছেন। তবে অলিম্পিকের আগমুহূর্তে এমন মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবছর সাধারণত এপ্রিলে উত্তর কোরিয়ায় এ মহড়া অনুষ্ঠিত হয়। তবে এবার অলিম্পিক গেমস সামনে রেখে এর আয়োজন করা হলো।
এর মধ্যেই বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার অলিম্পিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।