৪৭ রুশ অ্যাথলেট ও কোচের নিষেধাজ্ঞা বহাল
রাশিয়ার ৪৭ অ্যাথলেট ও কোচের শীতকালীন অলিম্পিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন খেলা সম্পর্কিত সর্বোচ্চ আন্তর্জাতিক আদালত।
আজ শুক্রবার শীতকালীন অলিম্পিকের আসর শুরুর কিছু আগেই এমন আদেশ এলো বলে জানিয়েছে বিবিসি।
এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৈঠকে শক্তিবর্ধক ওষুধ নেওয়ার (ডোপিং) অভিযোগে রাশিয়াকে শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে রাশিয়া পাল্টা অভিযোগ করেছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অন্যায়ভাবে তাদের এ আসর থেকে বাদ দিয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার ১৬৯ অ্যাথলেটও এ আসরে অংশ নিতে পারবেন না। তবে এই অ্যাথলেটদের জন্য আলাদা আসরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান হবে। আসর চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।