হংকংয়ে দোতলা বাস উল্টে নিহত ১৮
হংকংয়ের নিউ টেরিটরি এলাকায় একটি দোতলা বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। এ দুর্ঘটনায় আহত ১০ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, বাসটি ‘ঘোড়দৌড়’ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দর্শক এবং কর্মীদের বহন করছিল। খুব দ্রুতগতিতে চলার কারণে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু যাত্রী বাস থেকে বের হতে সক্ষম হন। বাকিদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করেন।
পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করেছে।
হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আহতদের ১২টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, এ ঘটনার একটি স্বাধীন তদন্ত করা হবে।
হংকংয়ের পরিবহন ব্যবস্থা সাধারণত নিরাপদ এবং মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা খুব কম।
২০০৩ সালের পর শনিবারের দুর্ঘটনাটি সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে।