রাশিয়ায় ৭১ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
রাশিয়ার মস্কো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ৭১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার বিকেলে দক্ষিণ-পূর্ব মস্কো থেকে ৮০ কিলোমিটার দূরে আরগুনোভো এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি।
বিবিসি জানিয়েছে, সারাতোভ এয়ারলাইনসের ওই বিমানটি রাশিয়ার আঞ্চলিক রুটে চলাচল করত। দেশটির ওরস্ক শহরের দিকে যাওয়ার জন্য বিমানবন্দর উড্ডয়নের দুই মিনিটের মধ্যে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনায় কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।