‘গড়ে ১৫ দিনে হারাচ্ছে একটি ভাষা’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক নিবন্ধে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা-ইউনেসকো জানিয়েছে, প্রতি দুই সপ্তাহে বিশ্ব থেকে গড়ে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। অথচ এই প্রত্যেকটি ভাষার সঙ্গে পুরো একটি সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য জড়িত।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেসকোর ওয়েবসাইটে এই নিবন্ধ প্রকাশিত হয়।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নিয়েছে এ বছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ভাষার ভিত্তিতে বৈষম্য নয়। এবারের মাতৃভাষা দিবসে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষার অস্তিত্বের প্রতি সম্মান জানাবে সংস্থাটি।
টেকসই উন্নয়নের অংশ হিসেবে ভাষাগত বৈচিত্র্য ও বহু ভাষা চর্চার প্রসারের গুরুত্ব তুলে ধরতে এই দিনটিকে বেছে নিয়েছে ইউনেসকো।
দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকালে ফ্রান্সের প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ‘আমাদের ভাষা, আমাদের সম্পদ’ শীর্ষক এক বিতর্কেরও আয়োজন করা হয়েছে।