দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলা, ৫ পুলিশ ও ১ সেনা নিহত
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় একজন সেনাসদস্যসহ পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা বিপুল অস্ত্র লুট করে পুলিশের একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। গতকাল বুধবার নাকোবার নামে একটি শহরে ওই ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ মনে করছে এটি একটি ডাকাতির ঘটনা।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার বিষ্ণু নাইডু জানান, জোহানেসবার্গের প্রায় ৮০০ কিলোমিটার (৪৮০ মাইল) দক্ষিণ-পূর্বের ছোট শহর নাকোবোর একটি পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে। বন্দুকধারীরা ভোরে পুলিশ স্টেশনে প্রবেশ করে কর্তব্যরত পুলিশদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এ ঘটনায় পাঁচজন পুলিশ ও একজন সেনাসদস্য নিহত হন। নিহত সেনাসদস্য ওই সময় দায়িত্বে ছিলেন না বলে জানা যায়।
দক্ষিণ আফ্রিকার পুলিশবিষয়ক মন্ত্রী ফিকি মবালুলা এক টুইটার বার্তায় বলেন, ‘নিহতদের একমাত্র অপরাধ ছিল যে তাঁরা আমাদের রক্ষা করতে চেয়েছিলেন।’