সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৮
সোমলিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। এ সময় পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ।
গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রপতির বাসভবনের ফটকের সামনে এবং জাতীয় গোয়েন্দা সংস্থার কাছাকাছি স্থানে আলাদা দুটি বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, ইসলামভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। একটি জাতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে তারা স্বীকার করে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, জঙ্গিদের রাষ্ট্রপতির বাসভবনের সামনের চেকপয়েন্টে থামানোর চেষ্টায় ব্যর্থ হলে এ হামলা শুরু হয়। এর পরই কাছাকাছি একটি হোটেলের পার্কিংয়ে রাখা গাড়িও বিস্ফোরিত হয়।
পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলার সময় অনেক সৈন্য ভবনের পাশের রাস্তায় পাহারারত ছিলেন।
সোমালিয়ার রেডিও সিমবা জানায়, দেশটির নিরাপত্তা বিষয়কমন্ত্রী গাড়িবোমা হামলার আশংকা প্রকাশের পরের দিনই এ হামলার ঘটনা ঘটল।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সোমালিয়ার রাজধানীতে একটি ট্রাকে বোমা হামলায় পাঁচশর বেশি মানুষ নিহত হয়। কর্মকর্তারা এ হামলার জন্য আল-শাবাবকে দায়ী করলেও তারা এখন পর্যন্ত তা স্বীকার করেনি।