যুদ্ধবিরতির মধ্যেও পূর্ব ঘৌতায় বাশার বাহিনীর হামলা
জাতিসংঘের যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ার পূর্ব ঘৌতায় বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।
আলজাজিরা জানায়, গতকাল মঙ্গলবারও অঞ্চলটিতে বিমান হামলা চালায় রাশিয়া ও ইরানের মিত্র আসাদ বাহিনী। এতে নারীসহ অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে, মিডল ইস্ট মনিটর চারজন নিহতের খবর দিয়েছে। হামলায় আহত হয়েছেন শিশুসহ আরো অনেকে।
ঘৌতায় আসাদ বাহিনীর ব্যাপক হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে অঞ্চলটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার মানবিক বিরতির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ছাড়া সেখানে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এসবের তোয়াক্কা না করেই হামলা অব্যাহত রেখেছে সরকারি বাহিনী।